নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে গুণীজন সংবর্ধনা এইচএসসিতে এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ জুলাই ২০২২) সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে মেট্রো পাবলিকেশন্স ঢাকার সৌজন্য ও রক্তের বন্ধন যুব ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাছেন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেট্রো পাবলিকেশন্স ঢাকার স্বত্বাধিকারী আবুল বাশার।

এসময় বিশেষ অতিথি হিসেবে ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ, নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হানিফ, বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সরকার, নাওডাঙ্গা ডিএস দাখিল মাদরাসার সুপার ওমর আলী খান সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন