আব্দুল সাত্তার টিটু চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, চাক্তাই ও খাতুনগঞ্জ দেশের ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র। এই ঐতিহ্যকে ধারণ করে ব্যবসায়ীদের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও মিল মালিকদের পিক আওয়ারে মিল বন্ধ রেখে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন, দীর্ঘদিন যাবৎ চাক্তাই খাতুনগঞ্জ এলাকায় জোয়ারের পানি প্রবেশ করে ব্যবসায়ীদের খাদ্য দ্রব্য নষ্ট হওয়াসহ যে ধরণের ভোগান্তি পোহাতে হচ্ছে তা অত্যন্ত দুঃখজনক। চাক্তাই খাতুনগঞ্জ এলাকা বাংলাদেশের আমদানী-রপ্তানী পণ্যের পাইকারী ব্যবসায়ীদের সবচেয়ে বড় বাজার উল্লেখ করে এই এলাকায় জলজটের ভোগান্তি হলে সারা দেশের দ্রব্য মূল্যের উপর এর প্রভাব পড়ে। তাই এই বিষয়টি গুরুত্ব দিয়ে সরকার ও সকল সেবা সংস্থার সমন্বয়ে এসমস্যার সমাধান করা সময়ের দাবী। তিনি আজ সকালে চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মেয়র চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতি রাজাখালী ভ্যালী ব্রীজ উপর চাউল পট্টির মোড় থেকে আসাদ গঞ্জ পর্যন্ত সংযোগ সড়ক ও ফুটওভার ব্রীজ, শাহ আমানত সেতুর নীচে খাস জায়গায় ট্রাক টার্মিনাল নির্মাণ, চাক্তাই ড্রামপট্টিতে চসিকের নিজস্ব জায়গার উপর দাতব্য চিকিৎসালয় নির্মাণ, কবরস্থান, গণশৌচাগার নির্মাণসহ চাক্তাইখালের ঘাটগুলো সংস্কারের ব্যাপারে সমিতির পক্ষ থেকে যেসব দাবী পেশ করা হয়েছে, তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দেন। তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আমাদের সচেতনতার অভাবের কারণে খালে-নালায় মালামালের উচ্ছিষ্ট অংশ ফেলা এবং পলিথিন ব্যবহারের ফলে পলিথিন গুলো পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, যে কারণে চাক্তাইখালসহ কর্ণফুলি নদীর নাব্যতা কমে গেছে।
এ প্রসংগে মেয়র বলেন, আমাদের পরিচ্ছন্ন কর্মীরা খাল-নালা পরিস্কার করলেও কয়েক দিন পর তা আবারো পূর্বের অবস্থায় ফিরে আসে এর জন্য কারা দায়ী? এ বিবেচনা নিয়ে বিচার করে নিজেরা নিজেদের পাশের খাল-নালা পরিস্কার না রাখতে পারলে জলজট সমস্যা কোনদিন সমাধান হবে না। তিনি বলেন, জোয়ারের পানি প্রবেশ না করার জন্য স্থায়ী সমাধান প্রয়োজন। এই ব্যাপারে নগরীর সেবা সংস্থা সমুহের সাথে আলোচনা করে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হবে বলে ব্যবসায়ীদের জানান।
এ সময় সমিতির সভাপতি হাজী এস.এম হারুনুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন এনামুল হক, ওমর আযম, ফরিদ উদ্দীন আহমেদ, ফয়েজ উল্লাহ বাহাদুর, মীর আহমদ সওদাগর, রফিকুল্লাহ, মোহাম্মদ আলী, গোলাম রহমান, আব্বাস তালুকদার, আবুল কাশেম সওদাগর, এয়াছিন সওদাগর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *