গৌরনদী (বরিশাল)সংবাদদাতাঃ
বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খানের সভাপতিত্বে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষার জন্য অতিরিক্ত পুলিশ ও আনসার মোতায়েন করা হবে। পাশাপাশি ন্যাশনাল সার্ভিসের আনসার সদস্যদের বিভিন্নস্থানে নাশকতা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের সম্পর্কে সোচ্চার থেকে প্রশাসনকে অবহিত করার জন্য বলা হয়। বিভিন্ন বাজারে ওসি’র উদ্যোগে জঙ্গী ও নাশকতা বিষয়ক পথসভা করা এবং হাট-বাজারে রাতে বাতি জ্বালিয়ে রাখার প্রস্তাব করা হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, ওসি মো. মনিরুল ইসলাম, আনসার-ভিডিপি কর্মকর্তা ক্ষীতিশ ফলিয়া, মুক্তিযোদ্ধা আ. রশিদ সিকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, শিক্ষক সুনীল কুমার বাড়ৈ, অমিয় লাল চৌধুরী, নির্মলেন্দু বাড়ৈ, ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াস তালুকদার, বিপুল দাস, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি অপূর্ব লাল সরকার, এনজিও প্রতিনিধি কাজল দাশগুপ্তসহ অন্যান্য নেতৃবৃন্দ।