ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার ::
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌরসভার অন্তর্ভুক্ত কলেজ রোড এলাকায় পৌরসভার পতিত জমিতে প্রায় ৪০ বছর ধরে পৌরসভার ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। স্তুপীকৃত এসব ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দা ও ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী। সাধারণ পথচারী, স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী ছাত্র-ছাত্রীদের প্রতিদিন এ দূর্গন্ধ পেরিয়ে যেতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। পরিবেশ বিধ্বংসী এ মারাতœক দূর্গন্ধের কারণে কোমলমতি ছাত্র-ছাত্রীদের নিউমোনিয়া ও বয়োবৃদ্ধ লোকজনের মধ্যে শ্বাসকষ্ঠ জনিত রোগব্যাধি বৃদ্ধির আশংকা দেখা দিয়েছে। ময়লা স্তুপীকৃত ওই স্থানটির অবস্থান কলেজ রোড নামে পরিচিত শ্রীমঙ্গল-ভাড়াউড়া চা-বাগান রাস্তার কলেজ এলাকায়। ট্রাকে করে এনে ফেলা ময়লার স্তুুপ পতিত ওই জমি থেকে শুরু করে কলেজ রোডে এসে মিশেছে। এর উল্টো পাশেই রয়েছে শ্রীমঙ্গল সরকারি কলেজ ও দি বার্ডস রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। পশ্চিম পাশে আছে গাউছিয়া শফিকিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসা। শ্রীমঙ্গল সরকারি কলেজে প্রায় ৫ হাজার, দি বার্ডস রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে ১ হাজার ২শ ও গাউছিয়া শফিকিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসায় ৩শ ৫০ জন শিক্ষার্থী রয়েছে। বছরের পর বছর এখানকার বাসিন্দা ও শিক্ষার্থীরা দুর্গন্ধে অতিষ্ঠ। এ অসহনীয় অবস্থা থেকে মুক্তি পাবার জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল। শিক্ষার্থীরা জানায়- দুর্গন্ধের কারণে কলেজ যাতায়াত যেমন দুষ্কর তেমনি কলেজে ক্লাস করাটাও অসহনীয় কষ্টকর। শিক্ষার্থীদের দাবী- অতি শ্রীগ্রই যেন কলেজের সামনে থেকে এই ময়লার স্তুপ অপসারন করার পদক্ষেপ নেয়া হয়। শ্রীমঙ্গল কলেজ রোডের বাসিন্দারা বলেন, জোরে বাতাস বইতে শুরু করলে দুর্গন্ধ ঘরের ভেতর পর্যন্ত গিয়ে ঢোকে। তখন দম নেয়া যায়না। পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু বলেন- ময়লা ফেলার স্থান সরানোর জন্য ২০১২ সালে মৌলভীবাজার সড়কে জায়গা অধিগ্রহণ করা হয়েছে। টাকাও জমা দেয়া হয়েছে। কিন্তু গেজেট হবার আগে জমি নিয়ে একটি মামলা হওয়ায় স্থানান্তরের কাজটি আটকে গেছে। মামলা শেষ হলে খুব শীগ্রই স্থানান্তর করা হবে