রাজীবপুর(কুড়িগ্রাম)সংবাদদাতা
রাজীবপুর উপজেলার ধূলাউরি গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল হাই ত্রর পুত্র কলেজ ছাত্র শামীম হোসেনকে অন্যায় ভাবে মাদক ব্যবসায়ি বানানোর প্রতিবাদে মানবন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪টার দিকে রাজীবপুর থানা মোড় চত্ত্বরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসি ওই মানবন্ধনের আয়োজন করেছে বলে জানা গেছে।
মানবন্ধন কর্মসুচীতে বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান ও ভূমিহীন নেত্রী হাফিজা বেগম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আশরাফুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ। বক্তরা এসআই আমিনুল ইসলামের নানা দুর্নীতি, অপকর্ম ও ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের বিয়ে তদন্তের দাবি জানানো হয়েছে।