কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা পুলিশের, ০৪ জন পুলিশ সদস্যের বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।
গতকাল ০৮ আগস্ট ২০২২ সোমবার সন্ধ্যা সাড়ে সাত ঘটিকায় কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব এএইচএম মাহফুজুর রহমান, সহকারী পুলিশপ্রাপ্ত রৌমারী সার্কেল, জনাব মোঃ জাহিদ সরওয়ার, পুলিশ পরিদর্শক শহর ও যানবাহন ইনচার্জ সদর ট্রাফিক, জনাব মোঃ রফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) ও সাজেন্ট, ইনচার্জ মোটরযান শাখা জনাব মোঃ নুরে আলম সিদ্দিক, কুড়িগ্রাম জেলা পুলিশ বদলীজনিত বিদায় উপলক্ষে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার, কুড়িগ্রাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব সৈয়দা জান্নাত আরা, মহোদয়। এ সময় পুলিশ সুপার মহোদয় বিদায়ী পুলিশ সদস্যদের হাতে কুড়িগ্রাম জেলা পুলিশ পক্ষ থেকে ফুলের,শুভেচ্ছা স্মারক ও উপহার তুলে দেন।
উক্ত অনুষ্ঠানে,কুড়িগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *