কবিতা– প্রেম তুমি আছো বলে
কলমে–ফরিদা পারভীন দিবা
প্রেম, তুমি আছো বলে মন পাপিয়া
অনুভবের দোলায় দোলে,
হেমন্ত বসন্তের বাতাস বহে অনুরাগে হৃদ মহলে।
তুমি আছো বলে বসন্তকালে
রঙে রঙে রাঙাই মন,
কৃষ্ণচূড়া টকটকে লাল আগুন ঝরা ফাগুন বন।
তুমি আছো বলে বরষার জলে নীল সাদা পদ্ম ফোটে,
তুমি আছো বলে সুনির্মল আকাশে পূর্নিমা চাঁদ হাসে মিটমিটে।
প্রেম, তুমি আছো বলে মেঘলা দিনে মনময়ূরী পেখম তোলে,
তুমি আছো বলে হিমেল হাওয়ায় শিশির কনা টলমলে।
তুমি আছো বলে নভোমণ্ডলে হাজার তারার ঝিকিমিকি,
তোমার কারনে ঐ গগনে পাখা মেলে উড়ছে পাখি।
তুমি আছো বলে জোনাকিরা আঁধার রাতে আলো ছড়ায়,
তোমার কারনে পুষ্পকাননে মুখরিত অলি সুবাসিত সুভ্রতায়।
প্রেম, তুমি আছো বলে শ্রাবন এলে মনোোগঙ্গায় ঢেউ জাগায়,
তুমি আছো বলে নদী মিলে
উত্তাল সাগরের মোহনায়।
তুমি আছো বলে গঙ্গা-যমুনা স্রোতস্বিনী বহমান,
তুমি আছো বলে বৃক্ষ ডালে পাখপাখালির কলতান।
প্রেম, তুমি আছো বলে কদম তলে বাঁজে সেই মোহন বাঁশরি,
তুমি আছো বলে যমুনার তীরে
কৃষ্ণ নামের সুরলহরী।