ষ্টাফ রিপোর্টার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কন্যার বিয়ে বন্ধ করি, সমৃদ্ধ দেশ গড়ি এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শুক্রবার সকাল ১০ টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে উপজেলা গেট সংলগ্ন মেইন সড়কে ঘন্টাব্যাপী মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন। এ সময় উপস্থিত ছিলেন আইসিভিজিডি কর্মকর্তা প্রদীপ চক্রবতী, সুপারভাইজার আবুল কালাম, অফিস সহকারী শাহীন মাহমুদ, বকুলতলী মহিলা সংসদের সমন্বয়কারী ফজলুল হক প্রমুখ।
মানববন্ধনে সরকারী আধাসরকারী অফিস, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রী, সাংবাদিক ও ভিজিডি কার্ডধারী মহিলা, বকুলতলী মহিলা সংসদের কন্যা শিশুরা উপস্থিত ছিলেন।