ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে শুক্রবার সকাল প্রায় ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের তাঁতীপাড়া গ্রামে আবুল মিস্ত্রির বাড়ী সংলগ্ন রাস্তায় পল্লী বিদ্যুতের পোল সংযুক্ত শজনা গাজের ডালে শর্টসার্কিট হলে পোলে আগুন লেগে দু’টি ট্রান্সফরমারসহ ১টি বিদ্যুৎ পোল(কাঠের) সম্পূর্ণ নষ্ট হয়েছে বলে প্রত্যক্ষ করা গেছে।
জানা গেছে, শুক্রবার সকাল প্রায় ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের তাঁতীপাড়া গ্রামে আবুল মিস্ত্রির বাড়ী সংলগ্ন রাস্তায় পল্লী বিদ্যুতের পোল সংযুক্ত শজনা গাজের ডালে শর্টসার্কিট হলে পোলে আগুন লেগে দু’টি ট্রান্সফরমারসহ বিদ্যুৎ পোল সম্পূর্ণ নষ্ট হয়।
ভোলাহাট জোন পল্লী বিদ্যুৎ অফিসের ইঞ্জিনিয়ার আব্দুল মালেক এ প্রতিবেদককে বলেন, ঘটনাস্থলে ১টি বিদ্যুৎ পোল, যার মূল্য-২২হাজার টাকা, দু’টি ট্রান্সফরমারের মধ্যে একটি-সাড়ে ৩৭কেভিএ, মূল্য-১লাখ, ৭৬ হাজার টাকা ও অপরটি ১৫কেভিএ, মূল্য-৯৭ হাজার টাকা এবং অন্যান্য আনুসাঙ্গিক ১৫ হাজার টাকা। সব মিলিয়ে প্রায় ৩লাখ, ১০হাজার টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।
এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ ভোলাহাট জোন এজিএম ফজলুর রহমান বলেন, আমরা জনগণের সেবক এবং সেবক হিসেবে স্থানীয় জনগণকে নিয়েই কাজ করতে চাই। সাধারণ জনগণ, বিদ্যুৎ গ্রাহক ও দলমত নির্বিশেষে সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমাদের কোন সমষ্যাই থাকবে না এবং আমাদের পল্লী বিদ্যুৎ সংক্রান্ত ব্যাপারে যেকোন পরিস্থিতিতে সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি।