ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার ::
মৌলভীবাজারে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ- ২০১৬ পালিত হয়েছে গতকাল ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও শিশু একাডেমী নানা কর্মসূচি গ্রহন করেছিল। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলামের নেতৃত্বে প্রেসক্লাবের সম্মুখে অনুষ্ঠিত হয় মানববন্ধন। মানববন্ধন শেষে শিশু নির্যাতন প্রতিরোধ ও শিশু অধিকার সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আগামী ৩ অক্টোবর সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ- ২০১৬ এর সমাপনী, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।