ঝালকাঠি প্রতিনিধি :
জেলার রাজাপুর উপজেলায় বাইসাইকেলের সাথে সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।নিহত রাজন সরদার (২৭) উপজেলার সাংগর গ্রামের লোকমান সরদারের ছেলে।শুক্রবার রাতে ওই উপজেলার খুলনা-বরিশাল মহাসড়কের উত্তর বাগড়ি ব্রীজে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক রাজন বরিশাল থেকে যাত্রী নিয়ে রাজাপুরে আছিল।এ সময় উত্তর বাগড়ি ব্রীজ এলাকায় মুখোমুখি একটি বাইসাইকেলের সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মটোরসাইকেল রাজন ছিটকে পড়ে ব্রীজের রেলিংয়ের মাথায় আঘাত প্রাপ্ত হয়।
রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক চিকিৎসক আবুল খায়ের রাসেল বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে আনে। তবে এর আগেই তার মৃত হয়, বলেন চিকিৎসক আবুল খায়ের রাসেল।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে, জানায় পুলিশ।