নাগেশ্বরী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জেলা পুলিশের নির্দেশনায় নাগেশ্বরী থানার এসআই রেজাউল করিমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স সোমবার (২২ আগষ্ট) সোমবার রাত আনুমানিক ১২.৪৫ ঘটিকার সময় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে পুর্ব সাঞ্জুয়ার ভিটা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে মন্ডল মিয়ার বাড়িতে মাটিতে গর্ত করে বিশেষ কায়দায় রাখা ৭ বোতল ফেন্সীডিল ও ৩১ বোতল স্কাফসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মন্ডল মিয়ার স্ত্রী মোছাঃ সামিন বেগম।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ নবীউল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধ মাদক আইনে মামলা দায়ের পুর্বক জেলহাজতে প্রেরন করা হয়েছে। মাদক বিরোধী অভিযান নিয়মিত চলছে এবং অভিযান অব্যাহত থাকবে।