জাহাঙ্গীর আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার:
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করার দাবিতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২১ আগস্ট সকাল সাড়ে এগারোটায় বাংলাদেশ ছাত্রলীগ ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে একটি মিছিল বের হয়ে সড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাছারি মাঠ বটতলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগ সভাপতি তৌকির হাসান তমালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুছাব্বির রহমান হ্যাভেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি আতাউর রহমান শেখ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা মিয়া দুল, সাংগঠনিক সম্পাদক ও ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন, যুবলীগ সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল ,সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিলন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আব্দুল খালেক বসুনিয়া, কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক নার্গিস আক্তার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সেরা সহ আরো অনেকে।
এ সময় বক্তারা ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় জড়িত সাজাপ্রাপ্ত আসামীদের বিদেশ থেকে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরার দাবি জানান।