ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ মনুষ্য কূলকে ইহলৌলিক শান্তি সমৃদ্ধি ও পরলৌকিক মুক্তির অভয় বাণী দিতে মর্তে মা দুর্গার আগমন উপলক্ষে ঠাকুরগাঁও সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার সকাল ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অরুনাংসু দত্ত টিটো,সাধারন সম্পাদক তপন ঘোষ,এ্যাড. ইন্দ্রনাথ রায়,দ্রেীপদী দেবী আগরওয়াল প্রমুখ।
নেতৃবৃন্দ শারদীয় দুর্গাপূজার দশমী দিনে সার্কিট হাউজ সহ শহরের বিভিন্ন সরকারি অফিসে আলোক সজ্জা করার দাবি জানান ।
জেলা প্রশাসক আব্দুল আওয়াল নেতৃবৃন্দের দাবি ও পুন্জিভুত সমস্যা সমাধানের আশ^াস দেন।
উল্লেখ্য,এ বছর ঠাকুরগাঁও জেলায় ৪৪৬টি পূজা মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি চলছে।ইতোমধ্যে মন্ডপগুলোতে প্রতীমা তৈরীর কাজ অব্যাহত রয়েছে।