কলমে – মোল্লা হারুন উর রশীদ,
**********************
********************
নিল আকাশের নিচে
পৃথিবী নামক গ্রহে
সৃষ্টির সেরা মানুষ গুলি
পাথরের ন্যায় নির্মম হৃদয়ের হতে চলছে।
তারা বাতাসের
সুবাসে গন্ধ ছড়াচ্ছে।
একদিন পৃথিবীতে থাকবেনা আলো
তারায় থাকবেনা ঝলকানি আলো
জ্যোৎস্নায় থাকবেনা আলো।
এ সব জেনেও মানুষ ডর করে নাহি করছে।
মিথ্যা, পাপাচার, ব্যভিচার
খুন গুম করে চলছে।
সত্য নাহি আজি
মিথ্যার নিকেতনে ভুগছে।
হতাশার কালো থাবায় নিজেকে পুড়ছে।
ছোট বড় নেই ভেদাভেদ
নিজেদের মাঝে কলহ করছে।
হে বিধাতা
তুমিই পারো এর সমাধান দিতে
তবুও কেনো চুপ করে আছো
মোর মন আজি ভাবছে।
তোমার পৃথিবী তুমি ধ্বংস করবে।
এতে কেউ নাহি আপত্তি করবে।
কেনো এত ব্যবধান
তোমারি কাছে এর সমাধান।
চোখ দুটি দেখে
কেনো দেখেনা আলো আধার
হাত দুটি দিয়ে
কেনো মানুষ হয়ে
মানুষের কেরে নিচ্ছে আহার।
তুমি বিচারক
তুমি অন্তজামি
কেনো করছোনা অমানুষের বিচার।
যে যুগে হয় না অভিশাপের উত্তর
সে যুগে থাকতে চাই না
ফিরিয়ে নাও
তোমার কাছে পৃথিবী অতিসত্বর!