রাণীশংকৈল ঠাকুরগাও প্রতিনিধি
ঠাকুরগাওয়ের হরিপুর উপজেলার মলানী সীমান্তে ৩২ বোতল ফেন্সিডিল ও ডায়াং ব্রান্ডের একটি মোটর সাইকেল সহ আবু বক্কর (২০) নামে এক ব্যক্তিকে আটক করেছেন বিজিবি জোয়ানরা। বিজিবি সুত্রমতে, রবিবার ২ অক্টোবর সন্ধ্যা ৭.১০ টার সময় বিপি-৩৭০ সীমান্ত পীলার থেকে দেড় কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে তাকে আটক করা হয়। মলানী বিজিবি ক্যাম্পের হাবিলদার বিল্লালের নেতৃত্বে বিজিবি জোয়ানরা এ অভিযান পরিচালনা করেন। আবু বক্কর হরিপুর উপজেলার পিপুলডাঙ্গী মলানীর আঃ সামাদের ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *