ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
স্মার্ট জাতীয় পরিচয় পত্র পেলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়া বাসী। এই স্মার্ট জাতীয় পরিচয় পত্র দিয়ে ৬৮ বছর পর আগামী ৩১ অক্টোবর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথমবারের মত ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন তারা।তাই নারী-পুরুষ সবার মাঝে ভোটার হওয়ার বাধ ভাঙ্গা আনন্দ। গতকাল সোমবার সকাল ১১টায় কালীরহাট নি¤œমাধ্যমিক বিদ্যালয় মাঠে কুড়িগ্রাম জেলা প্রসাশন ও ফুলবাড়ী উপজেলা প্রসাশনের আয়োজনে বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার বাসিন্দাদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহম্মদ। বিলুপ্ত ছিটমহলের ২০জন নারী পুরুষের হাতে স্মার্ট জাতীয় পরিচয় তুলে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব মোখলেছূর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল মোবারক,মোহাম্মদ আবু হাফিজ ও মোঃ শাহ নেওয়াজ। এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা প্রসাশক খান মোহাম্মদ নুরল আমিন,আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মনিরুল ইসলাম,নির্বাচন কমিশনের মহাপরিচালক বিগ্রেডিয়ার সুলতানুজ্জামান প্রমূখ।