খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় দলীয় নেতাদের হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের খানসামা ও চিরিরবন্দর উপজেলায় বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের সাথে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শিল্পপতি হাফিজুর রহমান সরকার মতবিনিময় সভা করেন।

শনিবার দুপুরে খানসামা উপজেলার ভাবকি ইউনিয়নের কুমড়িয়া মন্ডলের বাজারে অবস্থিত সি কে টু সুইটার লিমিটেড ফ্যাক্টরি চত্বরে আগামী রবিবার চিরিরবন্দর উপজেলা ও আগামী ৩ সেপ্টেম্বর খানসামা উপজেলায় বিক্ষোভ সমাবেশ সফল করতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা বিএনপির সদস্য আজিজার রহমান শাহ্, মহসিন আলী শাহ্, জাহিদ হোসেন, বিএনপি নেতা অধ্যক্ষ এস এম গোলাম কিবরিয়া জেহাদ, চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জাহিদ চৌধুরী, দেলোয়ার হোসেন এডিসি, সদস্য তোফাজ্জল হোসেন, রমজান আলী শাহ্, আউয়াল শাহ্, বিএনপি নেতা অধ্যক্ষ মোহাম্মদ আলী জিন্নাত ও মমতাজ আলী শাহ্, খানসামা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক স্মৃতি, আবু হেনা মোস্তফা কামাল শিমুল, নাজমুল হক সরকার, সদস্য জামিউল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক জহুরুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহবায়ক আঃ রউফ ও যুগ্ন আহবায়ক মোস্তাকিম ইসলাম সহ খানসামা ও চিরিরবন্দর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *