কবিতা-
আমার দেবালয়ে
কলমে -অবনীতা রায় চক্রবর্তী।
আমার যাবার বেলায়
তুমি আসবে তো,
তোমার দর্শনের রজনী শেষে
লক্ষ শতাব্দী অপেক্ষায় থাকব।
তোমার নির্মল মলিন বদন যেন,
আমার আঁখি প্রাণে
যুগ যুগান্তরে গেথে আছে ।
আমর নিজ ইচ্ছায়,
তোমার দর্শনের অপেক্ষাতে
বিন্দু মাত্র,
ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তির আশ্রয়,
কখনই আসবে না,
আমার দেবালয়ে।
আমার রজনী যদিও এখন শেষ বেলাতে,
তবুও আমি প্রতিক্ষণে,
তোমার চরণে, আমার মন প্রাণ,
নিজ ইচ্ছায় সপে দিয়েছি ।
আমি প্রতি প্রহরে
পুজোর থালা সাজিয়ে রেখেছি,
কখন তুমি আসবে আমার দেবালয়ে।
আর বুঝি কখনও আসবে না তুমি,
আমার দেবালয় তবে কি
আকাঙ্ক্ষিত ভাবেই পরে রবে।
তুমি হয়ত জানো না প্রিয়
আমার পবিত্র মনের দেবালয়ে
তোমাকে রোজ পুজো করি
অনুভবের প্রতিচ্ছবিতে ।
==========