* বুঝবে তুমি বুঝবে *
শিবানী ভট্টাচার্য্য।
০৪/০৯/২০২২ইং।
বুঝবে তুমি বুঝবে
যেদিন আমি থাকবো না
আমায় তুমি খুঁজবে
সত্যি সেদিন বুঝবে।
তানপুরাতে জমবে ধূলো
আর হবে না গান।
নিথর হয়ে থাকবে চেয়ে
সাধের হারমোনিয়াম।
তবলা জোড়া অবলা হয়ে
থাকবে তাকিয়ে।
মুচকি হাসি হাসবে কেবল
ঠোঁট-টি বাকিয়ে।
সুদূর হতে দেখবো চেয়ে
কিছুই করার নাই।
পরপারের কড়া হিসাব
দেখা হবে না তাই।
যখন পড়বে মনে এই আমারে
কোথায় পাবে আর?
তুমি ফিরে এসো ভালোবাসি
জানি বলবে বারেবার।
রেখে গেলাম ডায়েরি কলম
যদি কিছু লিখো!
আকাশ নীলে ছড়িয়ে দিও
ঠিক পেয়ে যাবো দেখো।
শিরোনাম – জাগ্রত বিবেক
==========