তুমি এলে তাই
ইসমত আরা
হুট করে বৃষ্টি নামলো বলেই
তুমি ফিরে এলে,
শহরটা ভিজে গেলো নিমিষেই
পাষাণের মতো সূর্যটাও
দিলো ডুব!
অজানায় স্বপ্নের ঠিকানা
খোঁজে পাখি
তুমি ফ্রি টকটাইমের মতো
আবেগে ঘুচিয়ে নিতে ব্যস্ত
দূরুত্বের পরিসীমা!
যুক্তি ছাড়া বর্ষাও অভিমানী
হয়;
শহরের কানে কানে ছড়িয়ে
পড়ে তোমার আগমন
প্রজাপতির ডানায় ভর করে
উড়ে যায় সময়…
অকারণে দিশেহারা
বৃষ্টি স্নাত প্রকৃতি!
অতঃপর
পটভূমি পরিবর্তন!