width="226"

রাণীশংকৈল,( ঠাকুরগাঁও) সংবাদদাতা ঠাকুরগাওয়ের রাণীশংকৈলের প্রতিমাগুলোর রংতুলির শেষ আঁচড়ে ব্যস্ত সময় কাটিয়ে শুক্রবার থেকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপুজা। দুর্গা দেবীর আগমনের অপেক্ষার প্রহর শেষ করে উপজেলার মন্ডবে মন্ডবে চলছে ভক্তি আরাধনা। তোড়ন নির্মান ও পুজা মন্ডবগুলোতে নানা রংয়ে সাজিয়েছেন পুজা উদযাপন কমিটির লোকজন।

আড়ম্বরপূর্ণ পরিবেশে দুর্গাদেবীকে বরণ করতে উপজেলায় এবার ৫১ টি মন্ডবে চলছে এ ধর্মীয় উৎসব। ইতোমধ্যে উপজেলার ৫১টি পুজা মন্ডবে সরকারিভাবে ও সংরক্ষিত মহিলা ৩০১ আসনের এমপি মোছাঃ সেলিনা জাহান লিটা ব্যক্তিগত তহবিল থেকে অনুদান দেওয়া হয়েছে। প্রতিটি মন্ডবে নেওয়া হয়েছে নিñিদ্র প্রশাসনিক ব্যবস্থা। উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি দিগেন বাবু জানান, হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সম্প্রীতির ভাবে আমাদের উৎসব পালন করে থাকি। প্রতিবারের ন্যায় এবারও ভালভাবেই আমাদের ধর্মীয় উৎসব পালন করতে পারব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, উপজেলার প্রতিটি পুজা মন্ডবে সরকারি সাহায্য দেওয়া হয়েছে। যাতে করে কোন ধরণের বিশৃঙ্খলা বা অনাকাঙ্খিত ঘটনা না ঘটে সে ব্যাপারে কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করি শান্তিপ্রীয় ভাবেই এ উৎসব শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন