কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের দেবীপুর ভাটিয়াপাড়া গ্রামের গোলাপ উদ্দিনের মেয়ে পাখি খাতুন (৩) ও শফিকুল ইসলাম ভুট্রোর মেয়ে রাখি খাতুন (৩) নামের দু‘টি শিশু পুকুরে পরে মর্মান্তিক মৃত্য হয়েছে। গোলাপ ও ভুট্রো আপন চাচাতো জ্যাঠাতো ভাই। । ওই গ্রামের আব্দুল মান্নান জানান,গতকাল বৃহস্পতিবার আছরের নামাজের পর মেয়ে দুটি বাড়ী থেকে বেড় হয়ে কখন যে পুকুরের পরে তা কেউ দেখেনি। অনেক খোজাখুজির পর রাত ৯টার দিকে শিশু দু‘টির লাশ পাশের পুকুরে ভেসে ওঠে। পরে লাশ উদ্ধার করে রাত ১০টার দিকে পাশাপাশি জোড়া কবর দেয়া হয়। জানা গেছে রাখি খাতুন শফিকুল ইসলাম ভুট্রোর একমাত্র সন্তান। সংলিষ্ট এলাকার মেম্বার ইউনুছ আলী মৃত্যর খবর নিশ্চিত করে বলেন, এই মর্মান্তিক মৃত্যর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।