মনজুরুল ইসলাম,এশিয়ান বাংলা নিউজ।
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় প্রথম পর্বের তালিকা অনুসারে ২ টি কলেজ ও ১ টি উচ্চ বিদ্যালয়ে ৭ জন ভুয়া জাল সনদে চাকুরী করা শিক্ষকের তালিকা গত ৫ সেপ্টেম্বর প্রকাশ করেছে শিক্ষামন্ত্রনালয়ের পরিদর্শন ও নিরীক্ষা বিভাগ(ডিআইএ)। ভুয়া জাল নিবন্ধনধারী শিক্ষকরা হচ্ছে কচাকাটা ডিগ্রী কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ মিজানুর রহমান ক্রমিক (৫৯),দর্শণ বিভাগের প্রভাষক মোঃ আনোয়ার হোসেন ক্রমিক (৬০) ও উদ্ভিদ বিভাগের প্রভাষক মোছাঃ শাহানা সুরভী ক্রমিক (৬১)। নাখারগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাঃ মর্তুজা আক্তার ক্রমিক (১৩৩)মোছাঃ হাচনে বানু ক্রমিক (১৩৪)। ভিতরবন্দ ডিগ্রী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক নুরনবী ক্রমিক (১৭৭)এবং রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক মোছাঃমিল্লাত জাহান ক্রমিক নং (১৭৮)।
শিক্ষা বিভাগ সুত্রে জানাগেছে ভুয়া জাল নিবন্ধন সনদে চাকুরী করার দায়ে শীঘ্রই চাকুরী থেকে বরখাস্ত করে সরকারী খাতের নির্ধারিত আত্মসাতকৃত অর্থ আদায়ে শীঘ্রই আইনের আওতায় আনা হবে।