কবিতা-
*এই প্রভাতে*
কলমে :- দুর্গা শংকর বন্দ্যোপাধ্যায়
নতুন প্রভাত এসেছে দ্বারে
কেন আছো ঘুমের ঘোরে
দ্বার খুলে দ্যাখো সূর্যটারে
আশীষ ঢালে পরান ভরে।
ঢিলেমি নয় চোখ খোলো
পাখির গানে সুর তোলো
ফুল বাগানে ফুল তোলো
আপন কাজে মন ঢালো।
নতুন দিনের নতুন আশা
নবীন প্রাণে ভালোবাসা।
প্রত্যয় আর জয়ের নেশা
দেখাতে হবে নতুন দিশা।
শিক্ষাগুরু সূর্য সবাকার
সময় ধরে ওর কারবার
ঢিলেমি নেই চলার পথে
চলে প্রগতির মহান ব্রতে।
বিধাতার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ
থাকতে হবে মান আর হুঁশ
ভাগিয়ে দাও স্বার্থের অঙ্কুশ
সুন্দর ভুবন দেখে দিলখুশ।।