ক্রাইম রিপোর্টারঃ
ভুরুঙ্গামারীতে একব্যক্তিকে কুপিয়ে জখম করেছে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা। জানাগেছে শুক্রবার গভীর রাতে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের চরতিলাই গ্রামের আজিজুল হকের পুত্র দেলোয়ার হোসেন(৩০) র ঘরে সিদ কেটে কয়েকজন অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা প্রবেশ করে এলোপাথারীভাবে কোপাতে থাকে। দেলোয়ারের চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে রাতেই তাকে ভুরুঙ্গামারী সদর হাসপাতালে নিলে তার ্আশংকাজনক অবস্থার কারনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সকালে তার পিতা আজিজুল হক ভুরুঙ্গামারী থানায় মামলা দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। উক্ত ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকাবাসী দুর্বত্তদের দ্রুত গ্রেফতার করতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে।