কবিতা-

* মর্ম *
কলমেঃ নওরীন বিশ্বাস
তারিখঃ ১০-০৯-২০২২ ইং

মানবের ভিতরে খুঁজে পাই,
শুধু তোমাদের আমি।
চারণভূমি আজ ধন্য যে,
তোমাদের সেবায় ধরণী।

তোমাদের কত আত্ন-মানবতার সেবা,
নিয়োজিত রাখো প্রতিদিন।
তোমাদের সেবা পেয়ে আরোগ্য,
কাটাচ্ছে রঙিন দিন।

স্রষ্টার পরে যে তোমাদের,
দিয়েছে তাঁরা সম্মান।
মানবতার তরে তোমাদের জীবন,
দিয়ে যাচ্ছো বলিদান।

মুখোশের ভিতরে জাগ্রত শয়তান,
সেবার নামে করে তুচ্ছ।
তবুও বিবেকের কাঠগড়ায়,
মানবতার সেবায় এগুচ্ছ।

আমার মনের ভিতর থেকে,
জানাই তোমাদের স্বাগতম।
যেখানে তোমাদের বাঁধিয়ে রাখি,
আমাদের যত মর্ম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *