শফিউল আলম শফি,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মন্নেয়ার পাড় এলাকার মাসুম ও ইমান আলী নামে দুই যুবকের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো তৈরি করেছে এলাকাবাসী। এর ফলে খেয়া পাড়াপাড়ে অতিরিক্ত খরচ থেকে রেহাই পেয়েছে ৬ ইউনিয়নের প্রায় তিন লাখ মানুষ। জানা যায় ১৯৮৬ সালে কুড়িগ্রাম জেলা পরিষদ ভিতরবন্দ-কালিগঞ্জ সড়কে মন্নেয়ার বিলের উপর ১’শ ফুট দৈর্ঘ্যের একটি ফুটব্রিজ নির্মাণ করে। এবারে বন্যার পানির তীব্র তোরে সেটি ভেঙ্গে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ভিতরবন্দ, কালীগঞ্জ, কেদার, কচাকাটা, নারায়নপুর ও বল্লভেরখাস ইউনিয়নের প্রায় তিন লাখ মানুষ। এ সুযোগে স্থানীয় কিছু ব্যাক্তি নদী পাড়াপাড়ে খেয়া ঘাট বসায়। ফলে নৌকায় নদী পাড়ি দিতে গিয়ে অতিরিক্ত টাকা গুনতে হয় এ পথে যাতাযাতকারী মানুষদের। এছাড়াও একটু অসাবধানতায় প্রতিদিন কোন না কোন পথচারী, বাইসাইকেল ও মোটরসাইকেল আরোহী পানিতে পড়ে যেত। অতিকষ্টে পাড়ি দিত রিক্সা ভ্যান। অবশেষে পথচারীদের দুর্ভোগ নিরসনে এগিয়ে আসে মন্নেয়ার গ্রামের দুই যুবক মাসুম ও ইমান আলী। গত বৃহস্পতিবার তাদের উদ্যোগে বৈঠক করে মন্নেয়ার পুর্ব ও পশ্চিম গ্রামের মানুষ। পরে বাড়ী বাড়ী ঘুরে বাঁশ সংগ্রহ করে গত শুক্রবার স্বেচ্ছাশ্রমে মন্নেয়ার বিলে ১শত ১৫ হাত দৈর্ঘ্যরে একটি বাঁশের সাঁকো তৈরি করে এলাকাবাসী।