কবিতা-
*অসম্পূর্ণ প্রেম*
কলমে–ফরিদা পারভীন দিবা
লালবাগ, আজিমপুর, ঢাকা।

ভালোবেসে আমি তোমার বন্ধু হলাম,
হৃদয় রাজ্যে যা কিছু ছিল, সবি দিয়ে দিলাম।
তুমি কি আমায় সত্যি ভালবাসো ?
বড্ড জানতে ইচ্ছে করে ।
আচ্ছা, তুমি কি ভালোবাসার অভিনয় করো?
নাকি সত্যিই আমাকে ভালোবাসো ? তবে বলোতো-
আমাকে ভাবতে গিয়ে, তোমার কি কাজে ভুল হয়?
তুমি কি কখনো ভুলে, অন্য পথে চলে যাও আমার মতো?

জানো,তোমার কথা ভাবতে ভাবতে-
আমার তো সব কিছুতেই ভুল হয়,
এলোমেলো হয়ে যায় কখনও কখনও।এই যেমন-
রান্না করতে গিয়ে নুনের বদলে চিনি, হলুদের বদলে মরিচ দেই।
ভাত ফুটাতে ফুটাতে জাউ-ভাত বানিয়ে ফেলি।
তুমি কি আমার মতো-
আকাশের পানে তাকিয়ে রাত ভোর করে দাও?
মাঝ রাতে ঘুম ভেঙে গেলে-
আমার কথা ভেবে তোমার বুকটা কি হাহাকার করে ওঠে ?
হঠাৎ আধোরাতে ঘুম ভাঙলে-আমার কথা কি মনে পড়ে ?

আয়নার সামনে দাঁড়ালে, আমার কি মনে হয় জানো?
,মনে হয়, তুমি আমার পিছনে দাঁড়িয়ে আছ,
আমার শাড়ির আঁচল কিংবা শাড়ির ভাঁজ ঠিক করে দাও।
মনে হয়, আমি তোমার পছন্দ মতো সাজগোজ করছি।

আচ্ছা ,কৃষ্ণচূড়ার টকটকে লাল রং দেখে
তোমার মন কি উদাস হয়েছে কখনো?
কখনও কি ইচ্ছে হয়েছে, কৃষ্ণচূড়ার ফুল-
আমার খোঁপায় গুঁজে দিতে?

আমার এতো গুলো প্রশ্নের উত্তর
একটি মাত্র শব্দেই দিতে পার তুমি, “হ্যাঁ” কিংবা “না”।
দুটোর মধ্যে কোনটা ? খুব জানতে ইচ্ছে করে।
আমার সমস্ত ইন্দ্রিয় বিশ্বাস করতে চায়-
তুমি “হ্যাঁ” বলবে আমাকে-
আর যদি তোমার উত্তরটা ” না” হয় , তবে
ভালোবাস না- সে কথাটা কখনও বলো না আমায়।
অবহেলায়- আমার ভালোবাসার অবমূল্যায়নে
বুঝিয়ে দিয়ো আমায়।
যদিও আমি নিঃস্ব হয়ে যাব-
তবুও আর কখনও জ্বালাবো না তোমায়।
===========

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *