রফিকুল হায়দার,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে ১৬ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে জিআর ওয়ারেন্ট মূলে ১জন, সিআর ওয়ারেন্ট মূলে ১জন, সিআর সাজা ওয়ারেন্ট মূলে ১জন, নিয়মিত মামলায় ১০ জন, পূর্বের মামলায় ৩ জনকে আটক করা হয়।এবং কুড়িগ্রাম সদর থানার অভিযানে ৩০ বোতল অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, জেলাজুড়ে অভিযান চলমান রয়েছে। মাদক নির্মুলসহ যেকোন অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে জেলা পুলিশ।