কবিতা-
*পদদলিত আশার আলো *
কলমে- লুবনা জেরিন সীমা

বড্ড বেশি আনন্দ আয়েশে
তৈরী করেছিলাম এ যাবত্ কাল নিজেকে
পর পুরুষের চোখের আড়াল থেকে
তোমার হাতে শপে দেব বলে
সতী নারীর সমস্ত অস্তিত্বটুকু।

ইদানিংকালের আধুনিকতার স্রোতে
গা ভাসাতে পারিনি, হতে পারিনি বেআব্রু,
মেনে চলেছি সমস্ত নিয়ম কানুন
যাইনি কোন হৈ-হুল্লো পার্টিতে,
কিম্বা কোন ক্লাবের আসরে।
ইচ্ছে করেই পাশ কাটিয়ে গেছি সব সময়।
এ যুগের আধুনিকতাকে
ছুঁতে পারেনি কোনো কলঙ্কের দাগ
অনায়াসে গ্রহণ করেছি উন্নত সভ্যতাকে
মঙ্গলময় যা কিছু আছে সেটুকুই ধারণ করেছি।

তোমাকে সুখী করবো বলে আমার
গল্প, ছন্দ কবিতা, ভালোলাগা, ভালোবাসা
এবং মনের ইচ্ছাগুলো সব-

গুছিয়ে রেখেছিলাম মনের কুটিরে।
তুমি আসার পরে-

তোমাকে জমিয়ে রাখা কথা বলবো বলে,
মন খুলে ভালোবাসবো বলে
কিন্তু তোমার প্রচন্ড রকম অবহেলার খায়েশে
পুড়িয়ে দগ্ধ করেছো আমার সমস্ত আশা

ভালোবাসা এবং পরিকল্পনা গুলোকে।

কেন এভাবে অসুরের মতো

আমার স্বপ্ন ভঙ্গকে পদদলিত করলে?
বেখেয়ালী ভালোবাসায় তছনছ করে দিলে?
দানব পুরুষ তুমি!
গলা টিপে হত্যা করেছো একটি নিস্পাপ আত্মাকে।
তুমি পাপী, তুমি লোভী, তুমি খুনী,

তুমি হৃদয়হীন স্বার্থপর, মিথ্যুক একটা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *