কবিতা-
* মধ্যখানে *
কলমেঃ নওরীন বিশ্বাস
তারিখঃ১৬-০৯-২০২২ ইং
জীবনের গল্প কখন শেষ হবে,
কেউ জানে না।
জানে না বলে মানব আজ,
পাপিষ্ঠের পথে নিকৃষ্টের দিকে হাঁটছে।
যা মানব জাতির জন্য
অশুভ সংকেত বিচরণে।
কখন মানব জাতি চিন্তা করে না,
সংকেতের কাটা দুয়ারে ঘুরছে।
যদি জানত মানব জাতি,
পাপিষ্ঠের পথ ভুলে যেত।
সময় হলে বিধাতার নামে,
মগ্ন থাকতো মৃত্যু মাহেন্দ্রক্ষণে।
মৃত্যু চরম সত্য হলেও
অজানার পথে মানব।
পাপিষ্ঠের পথে হাঁটতে গিয়ে
মানব হচ্ছে দানব।
যা অন্ধকারে বার্তা
আজ মানব জীবনে।
=========