রৌমারী প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার অবস্থায় ৮ জুয়ারীকে আটক করেছেন। এসময় নগদ টাকাসহ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।
শুক্রবার মধ্যরাতে উপজেলার চর শৌলমারী ইউনিয়নের পাখিউড়া গ্রামের দেলোয়ার হোসেনের পাটের গুদামের ভিতরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উত্তর বাগুয়ার চর গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র রেজাউল ইসলাম ( ২৭) , দক্ষিন বাগুয়ার চর গ্রামের নিশান আলীর পুত্র আতিকুর রহমান ( ৪০) , পু্র্ব পাখিউড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পু্ত্র গোলজার হোসেন ( ২৬) , উত্তর বাগুয়ার চর গ্রামের জামালের পুত্র শাকিল হোসেন ( ১৯) , সুখেরবাতি এলাকার মৃত বাশেক আলীর পুত্র হাবিবুর রহমান হবি ( ৪২) , পু্র্ব পাখিউড়া গ্রামের হাতেম আলীর পুত্র আব্দুর রশীদ ( ৪০) , দক্ষিন পাখিউড়া গ্রামের মৃত সোনাই শেখের পুত্র তসির উদ্দীন ( ৬০) , পুর্ব পাখিউড়া গ্রামের আন্দু শেখের পুত্র বাবুল মিয়া (৪০) । রৌমারী থানার ওসি রুপ কুমার বলেন, মধ্যরাতে উপজেলার পাখিউড়া এলাকায় জুয়ার আসর বসার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে ৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করে কারাগারে পাঠানো হয়েছে।