মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক গৃহবধূ নিহত হয়েছে। নিহত গৃহবধূ মুক্তা বানু (২৫) একই এলাকার অটোবাইক চালক মনতাজুল ইসলামের স্ত্রী।
রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খামারপাড়া ইউনিয়নের বালাপাড়া গ্রামের ডোমটারী আশ্রয়ণ প্রকল্প এলাকায় ঘটনাটি ঘটেছে।
খোঁজ নিয়ে জানা যায়, রবিবার দুপুরে শয়নকক্ষের পাশে অটোবাইক চার্জে দেন নিহতের স্বামী মনতাজুল ইসলাম। এরপরে নলকূপের পানি আনতে গিয়ে অটোবাইকের লোহায় বিদ্যূতায়িত হয়ে মাটিতে পড়ে যান তাঁর স্ত্রী মুক্তা। পরে তাঁর স্বামীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূ মুক্তা বানুকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামসুদ্দোহা মুকুল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।