ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে পুলিশ সদস্য খরেশ চন্দ্র (৪৫) তার স্ত্রী কেয়া রানী (৩৫) মেয়ে নাইস(১৫)ছেলে নিলয়(১০) ও শ্যালিকা স্বর্না রানী (২০)সহ ৫ জনের মৃত্যু হয়েছে।ঘটনাস্থলে স্ত্রী ও শ্রালিকার এবং হাসপাতালে পুলিশ সদস্য ও তার ২ ছেলে মেয়ের মৃত্যু হয়।
আজ মঙ্গলবার ভোর ৫ টায় পীরগঞ্জ উপজেলার জনগাঁও গ্রামে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে মুহুর্তে গোটা বাড়িতে আগুন ধরে যায়। অগ্নিকান্ডে ৫টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে পুলিশ সদস্য খরেশ চন্দ্র স্ত্রী কেয়া রানী,শ্যালিকা স্বর্না রানী ঘটনাস্থলে পুড়ে মারা যায় এবং রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পুলিশ সদস্য খরেশ চন্দ্র তার ছেলে নির্লয় (১০) ও মেয়ে নাইস (১৫)।
অন্যান্যদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার ফরহাত আহম্মদ।তিনি আরো জানান,আহত পুলিশ সদস্য খরেশ চন্দ্র দিনাজপুর ট্রাফিক লাইনে চাকুরিরত ছিলেন।পূজা উপলক্ষে তিনি বাড়িতে আসেন।
অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহম্মদ জানান,বিষয়টি নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।তিনি আরো জানান,ঘঁনাটি নাশকতা বা হত্যাকান্ড হলে যারাই জড়িত থাক না কেন তাদেও বিরুদ্দে ব্যবস্থা নেওয়া হবে।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইফতেখারুল ইসলাম জানান,ঘঁনাটি অত্যন্ত মর্মান্তিক।যারা হাসপাতাওে চিকিৎসাধীন রয়েছে এখন তাদেও বাঁচানো মূল কাজ ।প্রয়োজনে তাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক আব্দুল আওয়াল ও পুলিশ সুপার ফরহাত আহম্ম্দ ঘটনাস্থল পরিদর্শনে যান।