এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
এই প্রথম দিনাজপুরের খানসামা উপজেলায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হলেন অমিতা বালা রায় নামে ৩৯ বছর বয়সী এক নারী।
উপজেলার খামারপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি অমিতা বালা রায় ঐ এলাকার জুগীপাড়া গ্রামের খগেশ্বর রায়ের স্ত্রী। তাঁর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস।
জানা যায়, বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জোয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এই কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এই কাউন্সিলে সভাপতি পদে ১২ জন প্রার্থী ছিলেন। সকল প্রার্থীদের মধ্যে সমঝোতার ফলে সভাপতি নির্বাচিত হন অমিতা বালা রায়। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে দ্বন্দ্বের সৃষ্টি হওয়ায় সেটির নির্বাচন স্থগিত হয়।
এরপরে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়নের সাথে সাক্ষাৎ করেন তিনি।
সফলতার পিছনে স্বামী খগেশ্বর রায় ও দেবর হরিপ্রসাদ রায়ের অবদানের কথা স্বীকার করে নব-নির্বাচিত সভাপতি অমিতা বালা রায় বলেন, ১৯৯৬ সালে ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতিতে হাতেখড়ি। এরপরে বিয়ের পরে স্বামী ও দেবরের অনুপ্রেরণায় নিয়মিত দলীয় বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করি। তাঁর ফলে আজ এ প্রাপ্তি।আমাকে নির্বাচিত করায় আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা।
এবিষয়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আওয়ামী লীগের প্রতি ইউনিটের কমিটিতে নারী নেতৃত্বের সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে আমাদের উপজেলায় এর নতুন সূচনা হল। এটি ইতিবাচক দিক। আমরা চাই নারী নেতৃত্ব বাড়ুক।