কুড়িগ্রাম প্রতিনিধি:
অদ্য ২২ সেপ্টেম্বর ২০২২, রোজ-বৃহষ্পতিবার সকাল ১১.০০ ঘটিকায় উপজেলা প্রশাসন এবং ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে রাজারহাট উপজেলা পরিষদ সভাকক্ষে এক সমন্বয় সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদ সোহরাওয়ার্দ্দী বাপ্পি, চেয়ারম্যান উপজেলা পরিষদ রাজারহাট, মহিলা ভাইস চেয়ারম্যান, কৃষি কর্মকর্তা সম্পা আকতার, মোঃ রেজাউল করিম খান জেলা ব্র্যাক ( বিডিসি BDC), জেলা ব্যবস্থাপক মোঃ মাজেদুল হক সরকার (সেলপ্) কুড়িগ্রাম।
সকল ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগীতা করেন মোঃ আনোয়ার হোসেন এসোসিয়েট অফিসার সেলপ্ ব্র্যাক রাজারহাটসহ সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সকলে বাল্যবিয়ে প্রতিরোধে অঙ্গীকার বদ্ধ হন।