নিজস্ব প্রতিনিধিঃ
স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, বাঙালির আশা-আকাঙ্ক্ষার বাতিঘর, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী আগামী ২৮ সেপ্টেম্বর। এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগর শাখা ঐদিন দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছেন।
বিষয়টি নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তিঃ দিয়েছেন মহানগর আওয়ামী লীগ যুবলীগের দপ্তর সম্পাদক- মোঃ মাহমুদ হাসান খান চৌধুরী ইতু।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগর যুবলীগের সভাপতি মোঃ রমজান আলী এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন বাচ্চু’র নির্দেশে আগামী ২৮ সেপ্টেম্বর বিকাল ৪:৩০ মিনিটে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর শাখার কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত কর্মসূচিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগর শাখার সকল নির্বাহী সদস্য, ওয়ার্ড যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, আহ্বায়ক-যুগ্ম আহ্বায়ক সহ সকল নেতাকর্মীকে যথাসময়ে, যথাস্থানে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানানো হয়েছে।