আব্দুল আজিজ কমান্ডার,ষ্টাফ রিপোর্টারঃ
ভুরুঙ্গামারীর জয়মনিরহাট ইউনিয়নের দক্ষিণ শিংঝাড় খাসিরভিটা নামক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের মা ছেলেসহ পুত্রবধুর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত্রি ১০ টার সময় এ ঘটনা ঘটে।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম জানান, উক্ত গ্রামের আজিজার রহমানের পুত্র সাইফুর রহমান (২৫) নামের ঐ ব্যক্তি নিজ বাড়ির বিদ্যুতের তার মেরামত করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় স্বামীকে বাঁচাতে গেলে স্ত্রী মমতাজ (২০) এবং পরে মা ছবিরন (৪২) এগিয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। সাইফুর রহমানের পরিবারে সুমাইয়া নামে আড়াই বছরের একটি মেয়ে বেচে আছে। এলাকাবাসীরা জানান, পল্লী বিদ্যুৎ সমিতির ১৩০ ফুটের বাইরে সংযোগ দেয়ার নিয়ম না থাকায় পল্লী বিদ্যুৎ সমিতির কিছু অসাধু কর্মকর্তার যোগসাজসে তিনটি টিন দিয়ে ছাপড়া বানিয়ে আজিজার রহমান হিসাব নম্বর ৭০৫/২১০০ একটি আবাসিক সংযোগ নিয়ে প্রায় ৮শত ফুট দুরবর্তী নিজ বাড়িতে ঝুকিপুর্ন তার দিয়ে ৬ মাস থেকে ব্যবহার করে আসছিল এ কারনেই দুর্ঘটনাটি ঘটেছে। ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে এবং লাশ ময়না তদেন্তর জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।