স্টাফ রিপোর্টার
নানা আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রুপকার সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে কেক কাটা,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর বুধবার ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে কেক কাটা,আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ শাহজাহন সিরাজ,সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন,উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক,উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদ,সাধারণ সম্পাদক আলমামুন সরকার ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ প্রমুখসহ অন্যান্য নেতৃবৃন্দ। দুপুরে একটি আনন্দ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে শেষ হয়।
পরে সময় মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারবর্গের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।