মনজুরুল ইসলাম,এশিয়ান বাংলা নিউজঃ
আগামী ১ অক্টোবর শুরু হবে সনাতন ধর্মাবল্মীদের সর্বাপেক্ষা বড় উৎসব শারদীয় দুর্গাপুজা।কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নাগেশ্বরী থানায় ৭০ টি এবং কচাকাটা থানায় ১৩ টিসহ মোট ৮৩টি মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপুজা।উৎসবমুখর পরিবেশে দুর্গাপুজা অনুষ্ঠিত করনের লক্ষে বুধবার বিকাল ৪ ঘটিকার সময় নাগেশ্বরী থানা হলরুমে নাগেশ্বরী উপজেলার সকল পুজা মন্ডপের সভাপতি ও সম্পাদকবৃন্দের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সুমন রেজা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ নবীউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নাগেশ্বরী পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী গোপীনাথ রায় ,সাধারণ সম্পাদক শ্রী হরচন্দ্র রায় ফন্টুসহ বিভিন্ন ইউনিয়ন ভিত্তিক মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ। মত বিনিময় সভায় প্রতিটি পুজামন্ডপের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,প্রশাসনের নজরদারী টহল বাড়ানোসহ প্রয়োজনে সিসি ক্যামেরা স্থাপনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।