নাগেশ্বরী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা উপজেলায় আসন্ন শারদীয় দুর্গা পুজা উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে ৩০/০৯/২২ ইং শুক্রবার (বিকেলে) কচাকাটা থানা হল রুমে কচাকাটা সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মাঝে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কচাকাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন-ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোর্শেদুল হাসান (ভূরুঙ্গামারী- কচাকাটা), কচাকাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা। এ সময় কচাকাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা ছাড়াও বক্তব্য রাখেন কচাকাটা থানা তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,কচাকাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস চঞ্চল, কচাকাটা ইউপি চেয়ারম্যান সাহাদৎ হোসেন মন্ডল,বল্লভেরখাস ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,কেদার ইউপি চেয়ারম্যান আ,.খ.ম ওয়াজিদুল কবির রাশেদ প্রমুখ। আরও উপস্থিত ছিলেন কচাকাটা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি- শ্রী দীলিপ কর্মকার, সাধারণ সম্পাদক- শ্রী আনন্দ মজুমদার প্রমূখ। এ সময় সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন পেশা শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।