কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।
কুড়িগ্রাম সদর উপজেলার পৌরসভার ২ নং ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকা থেকে বুদ্ধি প্রতিবন্ধী যুবক আব্দুর রহমান (২৮) নিখোঁজ হয়েছে। কুড়িগ্রাম পৌরসভার মুন্সি পাড়া এলাকার শরকত আলীর পুত্র বুদ্ধিপ্রতিবন্ধী আব্দুর রহমান গত ৩০ সেপ্টেম্বর নিজ বাড়ি থেকে রাতে বের হয়ে আর বাড়িতে ফেরেন নি। এসময় আব্দুর রহমানের পরনে ছিল স্যান্ডো গেঞ্জি ও লুঙ্গি। তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাকে না পাওয়ায় কুড়িগ্রাম সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। কুড়িগ্রাম সদর থানার জিডি নং ৫৪ এবং তারিখ পহেলা অক্টোবর ২০২২। তার কোন সন্ধান পেলে যোগাযোগ করতে পারেন মোবাইল নম্বর যথাক্রমে ০১৪০৭- ২১৪ ৪৭৫, ০১৭২৪- ৬৭৬ ৬৮২।