নিজস্ব প্রতিনিধিঃ
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কাকনহাটে র্যাব-৫ অভিযান পরিচালনা করে একটি মোটরসাইকেলসহ দুই চোরকে আটক করেন।
গতকাল শনিবার (১ অক্টোবর) কাকনহাট এলাকার মা স্টোর থেকে তাদের আটক ও মোটরসাইকেল জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তিঃ পাঠিয়েছেন সহকারী পরিচালক ও মিডিয়া মুখপাত্র সিনিয়র এএসপি সঞ্জয় কুমার সরকার।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে র্যাব-৫ বিভিন্ন সময় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ বিভিন্ন গুরুত্বর্পূন মামলার আসামী গ্রেফতার করে থাকে। র্যাব-৫, সদর কোম্পানী গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কাকনহাট এলাকায় মা র্ষ্টোস এ দেশের বিভিন্ন জায়গায় চুরি যাওয়া মোটরসাইকেল ক্রয় বিক্রয় হয় এবং র্বতমানে সেখানে চোরাই মোটরসাইকেল আছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর সদর কোম্পানীর একটি আভিযানিক দল পহেলা অক্টোবর অভিযান পরিচালনা করে চক্রের সাথে জড়িত আসামী মোঃ শহিদুল ইসলাম (৪২) পিতা মোঃ আমজাদ আলী ও মোঃ ইব্রহিম আলী (২৪) পিতা- মোঃ শহিদুল ইসলামদ্বয়কে একটি চোরাই ডিসকভার মোটারসাইকেলসহ আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের উক্ত আসামীরা চোর চক্রের সাথে জড়িত এবং তাদের কাছে প্রাপ্ত মোটরসাইকেলটি চোরাই মোটরসাইকেল বলে তারা স্বীকার করে।
গ্রেফতারকৃত উক্ত আসামীদ্বয়কে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বোদা থানায় হস্তান্তর করা হয়েছে।