নাগেশ্বরী প্রতিনিধি:
নাগেশ্বরীতে বিজয়া দশমীতে সকালে মন্ত্রপাঠ বিসর্জন ও বিকেলে ভাসানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দুর্গাপুজা সম্পন্ন হয়েছে। শান্তিপুর্ণভাবে সম্প্রীতির এ পুজা অনুষ্ঠিত হওয়ায় খুশি পুজারীরা।
এবারে উপজেলায় ৮৩ টি পুজা মন্ডপে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হয়। ১ অক্টোবর মহাষষ্ঠীতে দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে শুরু হয় দেবী মায়ের পুজা। চলে ৫ অক্টোবর পর্যন্ত। এ কয়েকদিনে মন্দিরে মন্দিরে পুজারীদের আনন্দঘন উপস্থিতি ছিল লক্ষনীয়। তবে মঙ্গলবার মহানবমীর পরে বিদায়ের সুর বাজে। বুধবার সকালে দেবী মাকে মন্ত্রপাঠ বিদায় জানানো হয়। এরপর শুরু হয় সিদুর খেলা। দুপুরের পরে ভাসানের প্রস্তুতি নিতে থাকে সংশ্লিষ্ট মন্দির কমিটি। প্রতি বছরের ন্যায় বাড়ীর পাশে পুকুর, বিল ও জলাশয়ে সে প্রস্তুতি নেয় তারা। এ সময় কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সবমিলিয়ে শান্তিপুর্ণভাবে সম্প্রীতির এ পুজা অনুষ্ঠিত হওয়ায় খুশি পুজারীরা।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের নাগেশ্বরী উপজেলা সম্পাদক হরচন্দ্র বর্মণ ফন্টু জানান, আমরা এ কয়েকদিন ধরে মন্দিরে মন্দিরে সার্বক্ষণিক খোজ খবর নিয়েছি। আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন ছিল অত্যন্ত তৎপর। আমাদের ভলান্টিয়ারাও তাদের দায়িত্ব যথাযথ পালন করেছে। সবমিলিয়ে শান্তিপুর্ন পুজা অনুষ্ঠিত হয়েছে।
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) নবীউল হাসান জানান, অত্যন্ত মনোরম পরিবেশে সুষ্ঠ ও সুন্দরভাবে পুজা অনুষ্ঠিত হয়েছে।