কবিতা-বেজন্মা
কলমে-_জয়ন্ত_কোলে
আমি আস্তাকুড়ের ছুঁড়ে দেওয়া ফুল,
নেই বর্ণ গন্ধ ।
হতাশ জীবনে খুঁজে খুঁজে ফিরি,
যদি পায় আমি ছন্দ ।
আমি উত্তর খুঁজি,, কে আমি তব?
পরিচয় নেই পৃত্তির !
পায়নিকো সাড়া মাকে ডেকে ডেকে ,
আমি চঞ্চল হয়,অস্থির।
জড়ায়ে আমারে রাখেনি বুকে কেহ,
ডাকেনি মা খোকা বলে ।
মাকে খুঁজে আমি এক পা বাড়ালে,
দিগন্তও দূরে চলে ।
যখন ভোরের পাখিরা কিচিমিচি করে,
আমার ভাঙে ঘুম।
কোনদিন মোরে কোলে তুলে মা
খায়নি আমার চুম ।
চোখের জল মুছেনা তো কেহ,
গায়েতে দেয়নি জামা।
মাঝ রাতে যদি ঘুম ভাঙ্গে দেখি,
উঁকি মারে চাঁদ মামা ।
গৃহ হারা আমি, নেই মোর বাসা ,
আকাশই আমার ছাদ।
আমি উন্মাদ হয়ে পৃথিবীর বুকে,
খুঁজি জীবনের স্বাদ ।
মরা গাছের ঝরা ফুল আমি,
আমি ঝরে যাওয়া জীর্ণ পাতা ।
পাগলের মতো ঘুরি ফিরি আমি,
যায় আমি হেতাহোতা ।
আমি অমাবশ্যার কালো ছায়ার গ্রাসে,
দিনেও দেখি কালো রাত্রি।
এই সুবিশাল ধরাতে আমি,
একলা পথের যাত্রী ।
আমি বিষ, বিষ আমি সমাজের চোখে,
পাপের ফসল আমি।
পাপীর বিচার করেনাকো সমাজ,
চেয়ে দেখে অন্তর্যামী ।
মোরে সমাজের কেহ নোংরা বলে,
কেহ বা কুৎসা রটায়,
কু বাক্যে কেহ দেয় গালাগালি,
আবার কেহ মুখে কালি ছেটায় ।
লাঞ্ছিত আমি ,বঞ্চিত আমি,
সবাই দেয় দূরে ঠেলে।
বুকে ব্যাথা চেপে ,থাকি আমি একা,
আমি থাকি অবহেলে ।
ক্ষুধায় যখন মোর,পেট করে জ্বালা,
কেহ ছুঁড়ে এঁঠো রুটি ।
কখনো খিদে সইতে না পেরে,
আমি ডাস্টবিনে খাবার খুঁঠি ।
আমি খুঁজি আলো পায়না তাহারে,
অন্ধকার দ্বার খুলে ।
আমি বন্যার স্রোতে ভেসে চলে যায়,
ঠাঁই নাহি পায় কূলে।
কলঙ্ক আমি সমাজের কাছে,
আমি যে কুলাঙ্গার।
সমাজকে যখন শুধায় আমি,
বলে না তো আমি কার ?
আমাকে দেখিয়া করে টিটকারি,
কেহ মুখে বাজায় শীষ।
কেহ বলে আমি ময়লা জঞ্জাল,
আবার বলে কেহ বেওয়ারিশ ।
আমাকে দেখিয়া মুখ ফিরায় সব,
আমার মুখ দেখা নাকি পাপ।
পবিত্র নয়, অপবিত্র আমি,
আমি নাকি সমাজের অভিশাপ ।
যখন আমি প্রিয়তমার লাগি ,
আশাতে বাঁধি বুক ।
মোরে পরিচয় খুঁজে, আমি দিতে পারিনাকো,
অমনি ফিরায় মুখ ।
প্রেম ভালোবাসা জোটেনা কপালে ,
জোটে শুধু মোর ধিক্কার।
ভালোবেসে আমি ভালোবাসা খুঁজি,
মোর শোনেনা কেহ চিৎকার ।
এই ভদ্র সমাজ মোর নামের পাশে,
এঁটে দেয় বেজন্মার চিহ্ন ।
আমি পাপী,পাপের ফসল বলিয়া
সমাজ হতে করে ভিন্ন ।
ধিক,ধিক, ধিক,,, ধিক তোরে সমাজ ,
এই সমাজের বুকেই বাস তার ।
যে পাপী ,আজ সাধু সেজে রই,
যে কাড়িয়াছে মোর আধিকার ।
হে সমাজ চোখ খুলে দেখো,
ভদ্র , কত পাপীর দল।
বেজন্মা তৈরী করে ওরা
লুকায়ে করে ছল।
আমি পাপী নহে, নহে আমি দোষী,
আমি নহে বেওয়ারিশ বেজন্মা।
সমাজের বুকে খুঁজে নিও সমাজ,
খুঁজে পাবে মোর বাবা মা ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *