কবিতা :- আমার দুগ্গা
কলমে:- দুর্গা শংকর বন্দ্যোপাধ্যায়
নীহারিকা, কোলকাতা,ভারত।
দুর্গা আসছে ঠাকুর দালানে
লাল টুকটুকে গাল,
আমার দুগ্গা বাবুর বাগানে
ছেদায় শুকনো ডাল।
থানের দুর্গা ত্রিশূল হাতে
অসুরকে বধ করে,
আমার দুগ্গা পুঁই মাচাতে
মাজরা পোকা মারে।
থানের দুর্গা সিংহে দাঁড়ায়
গা ভর্তি তার গয়না,
আমার দুগ্গা দাওয়া নিকায়
কুঁড়েমি তার সয় না।
থানের দুর্গাটা দেখতে ভালো
বেনারসি তার পরনে
আমার দুগ্গা কুচকুচে কালো
জুতো নাইকো চরণে।
থানের দুর্গার রকমারি ভোগ
ঘিয়ের গন্ধে মোড়া
আমার দুগ্গার সুন্দর জলযোগ
পান্তায় আলু পোড়া।।