কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে বঙ্গবন্ধু ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট- ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার(১০ অক্টোবর) সকালে কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে বঙ্গবন্ধু ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহম্মেদ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাফর আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, কুড়িগ্রাম পৌরসভার মেয়র মোঃ কাজিউল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহীদুল ইসলাম,কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ প্রমুখ।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে জেলা সমাজকল্যাণ কমিটির আয়োজনে জাতীয় সমাজকল্যাণ পরিষদ কতৃক “ভিক্ষুক পুনর্বাসন” এর উপকরণ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম পৌরসভার মেয়র মোঃ কাজিউল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মন্জুর এ মুর্শেদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।