কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে সোমবার যাচাই-বাছাই শেষে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।আগামী ২ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। যাচাই-বাছাইয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ১ জনের প্রার্থিতা বাতিল হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকতার্ ও জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসাদুজ্জামান বাবু নামে একজনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
এ নিবার্চনে মোট ৫ জন মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। এরমধ্যে আওয়ামী লীগ থেকে সোলায়মান আলী সরকার, স্বতন্ত্র প্রাথর্ী হিসেবে মোঃ রুকুনুজ্জামান শাহিন, নুর-ই-এলাহী তুহিন, আসাদুজ্জামান বাবু ও জোবায়দুল ইসলাম বাদল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন