নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
নাগেশ্বরী কচাকাটায় নাগেশ্বরী ফায়ার সার্ভিস কর্তৃক জনসচেতনতা মূলক অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই সকাল ১১টায় কচাকাটা থানা চত্বরে স্থানীয়দের নিয়ে এ মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- কচাকাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা,নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইমন মিয়া প্রমূখ।
মহড়ায় অগ্নিকাণ্ড ও ভূমিকম্পে ভয় না পেয়ে তাৎক্ষণিকভাবে কি কি করনীয় সে বিষয়ে সকলকে পরামর্শ ও নির্দেশনা প্রদান করা হয়।